পটিয়ায় হাজারো দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

চট্টগ্রামের পটিয়ায় হাজারো দুস্থ ও গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রয়াত পিতা ডা: মো: আব্দুস সবুর স্মরণে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজির সহকারী অধ্যাপক ডা: আনিসুল আউয়াল এ ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেন। গতকাল শুক্রবার উপজেলার কুসুমপুরা থানা মহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কোটর পাড়া সামাজিক উন্নয়ন সংগঠনের ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ কার্যক্রম। এতে হৃদরোগ ও মেডিসিন রোগের ৩০০জন, মেডিসিন রোগের ২৫০জন, সার্জারি রোগের ৪০জন, শিশু রোগে ৫০জন, দন্ত রোগে ৫০জন, গাইনী রোগে ১০০জন, ক্যান্সার রোগে ২০জন, ডায়াবেটিস রোগে ৬০, নাক, কান ও গলা রোগে ৭০জন, চর্ম রোগে ৫০জন, চক্ষু রোগে ২০০ রোগে সেবা প্রদান করা হয়। এছাড়াও ৩০জনকে খতনা, ১৫০জনকে কর্ণ ছেদন, ৪০জন চোখের ছানী অপারেশন, ১০০জনকে হেপাটোলজি বি পরীক্ষা ও ১০০জনকে ব্রেস্ট ক্যান্সার স্ক্যানিং করানো হয় বিনামূল্যে।

ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্যোক্তা ডা: আনিসুল আউয়াল ছাড়াও চিকিৎসা সেবা প্রদান করেন হৃদরোগ ও মেডিডিস বিভাগের ডা: মো. নুর উদ্দীন তারেক, ডা: এ. ওয়াই.এম. নুরুদ্দীন জাহাঙ্গীর, ডা: হাবিবুল ইসলাম চৌধুরী, ডা: সালাউদ্দীন সিদ্দিকী, ডা: মো. আবদুল্লাহ আল ফারুক, মেডিসিন বিভাগের ডা: এমএ সাত্তার, ডা: সৈয়দ মোহাম্মদ জাবেদ, ডা: মুহাম্মদ আবদুর রহিম, ডা: শওকত আলী, ডা: ফাইজা, ডা: মারজানা ইসলাম চৌধুরী, ডা: কামরুননেসা জাহা, সার্জারী বিভাগের ডা: সাকেরা আহমদ, ডা: এম. এ মুশফিকুর রহমান। সহযোগিতায় ছিলেন প্রধান সমন্বয়ক মুহাম্মদ জসিম, ইকবাল হোসেন খোকন, এম. আকবার আলী, মাহমুদুল হাসান পলাশ, মাহবুব আলম, হাজী মো. আলম মেম্বার, আবুল কাশেম আকাশ, মোক্তার আলম, মাহমুদুল হক, মেহেদি হাসান, মো. দেলোয়ার হোসেন, হাফেজ আহমেদ, মো. ইব্রাহিম প্রমখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যাক্তা হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ আ: আনিসুল আউয়াল বলেন, প্রয়াত বাবা ডা: মো. আবদুস সবুর স্মরণে প্রতিবছরের ন্যায় এবারো ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়েছে। যাতে সাধারন মানুষ বিনা খরচে চিকিৎসা সেবা পেয়ে থাকে।