চট্টগ্রামে”পিসিআইইউ হাটহাজারী স্টুডেন্ট ফোরাম” এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে “পিসিআইইউ হাটহাজারী স্টুডেন্ট ফোরাম” এর উদ্যোগে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ২য় বারের মতো প্রজেক্ট “Spread Smiles 2.0” এর মাধ্যমে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার (০৫ মে) বিকেলে অসহায় ও কর্মহীন ২২টি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন ফোরামের সদস্যরা। উক্ত প্রোগ্রামে ফোরামের প্রেসিডেন্ট মো: ফয়সাল বিন আজিম চৌধুরী সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিসিআইইউ বিজনেস ক্লাবের সেক্রেটারি মো: আবরার শাহারিয়ার আকিব।আরো উপস্থিত ছিলেন উক্ত হাটহাজারী স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা – মো: পারভেজ, সেক্রেটারি – মো: তাবেদ, ভাইস-প্রেসিডেন্ট – মো: তৈয়ব, জয়েন্ট সেক্রেটারি – মো: নাইম আকিল, ইভেন্টস লিডার – মো: জুবায়ের, ইভেন্টস লিডার – মো: খালেদ। উক্ত প্রোগ্রামের লিড়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন – মো: জুবায়ের, মো: খালেদ, মো: আইয়ুব, মো: ফাহিম, মো: তানভীর সিফাত। পিসিআইইউ হাটহাজারী স্টুডেন্ট ফোরাম এর উপদেষ্টা বলেন,এটি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র হাটহাজারী শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। ফোরামের মূল উদ্দেশ্য সকলের সাথে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা, নেতৃত্ব দেওয়া এবং দলগতভাবে সমাজের জন্য ভালো কাজ করা।মহামারি করোনা শুরুর প্রাক্কাল থেকে চট্টগ্রাম হাটহাজারী’র বিভিন্ন গণসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছি।