চট্টগ্রামে শোকের ছায়া: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের শোক
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.অনুপম সেনের সহধর্মিণী শ্রীমতি উমা সেনগুপ্তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্বজন শুভার্থীরা শোকের অশ্রু জলে বিদায় জানিয়েছেন প্রায় একযুগ অর্ধ-কোমায় থাকা বিপ্লবীদের এই উত্তরাধিকারীকে। শেষকৃত্যকালে চট্টগ্রামের শোকাহত নাগরিক-পেশাজীবী – সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ গুনগ্রাহী সজন শুভার্থীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর শোক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. অনুপম সেন এর সহধর্মিনী ওমা সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি। এক শোক বিবৃতিতে তিনি পরলোকগত শ্রীমতি উমা সেনগুপ্ত এর পবিত্র আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শোক : বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডঃ অনুপম সেন এর সহধর্মীনি শ্রীমতি উমা সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি পরলোকগত শ্রীমতি উমা সেনগুপ্তের পবিত্র আত্মার শান্তি কামনা ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান । চট্টগ্রামে শোকের ছায়া : এদিকে বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর ডঃ অনুপম সেন এর সহধর্মিনীর প্রয়াণে চট্টগ্রামের নাগরিক সমাজের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই বিয়োগের খবর শুনে অনেকেই ড. সেনের শহরের বাসা ও পটিয়ার ধলঘাট গ্রামের বাড়িতে শেষকৃত্যকালে সমাব্যাথী হয়ে উপস্থিত হন। ড. অনুপম সেনের গ্রামের বাড়িতে শেষকৃত্যকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক উদ্যোগ এর আহবায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও পেশাজীবী- সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সাইফুল আলম বাবু, নাগরিক উদ্যোগ এর যুগ্ম সচিব ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক সুমন দেবনাথ, সাংবাদিক সুমি খান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ কান্তি নাথ, চট্টগ্রাম আবৃত্তি জোটের সহ-সভাপতি যথাক্রমে আবৃত্তি সংগঠন উচ্চারক সভাপতি ফারুক তাহের ও বোধন আবৃত্তি পরিষদ এর সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, স্বপ্নযাত্রীক এর সাধারণ সম্পাদক তরুণ লেখক আলী প্রয়াস প্রমুখ। পৃথক বিবৃতিতে ড. সেন এর স্ত্রী বিয়োগে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রাক্তন ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ)এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ লকিয়ত উল্লাহ, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম আবৃত্তি জোট সভাপতি অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক্স কাউন্সিলর ফোরামের সমন্বয়কারী সাবেক কাউন্সিলর এম জামাল হোসেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বিশিষ্ট আবৃত্তিকার ও আইনজীবী মিলি চৌধুরী, তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মী মির্জা ইমতিয়াজ শাওন, তরুণ সংগঠক মাহবুবুর রহমান শাওন, চট্টগ্রাম সাহিত্য পাঠ চক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, দেশচিন্তা’র সাধারণ সম্পাদক ইমরান সোহেল প্রমুখ। বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা । পেশাজীবী সমন্বয় পরিষদের শোক : পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ড. একিউএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী শোক বিবৃতিতে বলেছেন, বিপ্লব ও স্বাধীকার এবং বাংলাদেশের অভ্যুদয়ের সংগ্রাম মহান মুক্তিযুদ্ধে অনন্যসাধারণ ভূমিকার অধিকারী শ্রীমতি উমা সেনগুপ্তের পরিবার। উমা সেনগুপ্ত নিজেও ছিলেন সংস্কৃতি অনুরাগী। বিভিন্ন সংগ্রামে তিনি( উমা সেনগুপ্ত) পেশাজীবীদের অভিভাবক পুরুষ বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন এর পাশে ছিলেন। দীর্ঘ প্রায় এক যুগ অর্ধ কোমায় থাকা সহ-ধর্মীনির প্রতি ড. সেন এর দায়িত্বপরায়নতাও এই সমাজে বিরল এবং শিক্ষনীয়। পেশাজীবী নেতৃবৃন্দ প্রয়াত উমা সেনগুপ্তের পরলোকগত আত্মার শান্তি কামনা করেন। মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত ১টা ১ মিনিটে উমা সেনগুপ্ত গ্রাম-শহরের ভিআইপি টাওয়ারের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে ১৯৪৮ সালের ১০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন উমা সেনগুপ্তা। তাঁর পিতা স্বর্গীয় শ্রী সুবোধ বল বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও জালালাবাদ যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর দুই ভ্রাতা টেগরা বল ও প্রভাস বল জালালাবাদ যুদ্ধে শহীদ হন। বড় ভাই লোকনাথ বল ছিলেন এই যুদ্ধের সর্বাধিনায়ক । উমা সেনগুপ্তা ও ডক্টর সেন এর এক কন্যা ইন্দ্রাণী সেন, এক নাতি ও এক নাতনি রয়েছেন । ভুল চিকিৎসার কারণে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে দীর্ঘ ১২ বছর তিনি অর্ধ-কোমায় ছিলেন। ১৯৬৬ সালের শেষদিকে ড. অনুপম সেনের সঙ্গে তাঁর বিয়ে হয়।