মুরাদপুরে ইফতারী বিতরণ জামেয়ার ছাত্রদের
“সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ”

কবি কাজী নজরুল ইমলাম “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” কবিতায় বলেছেন, “যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী, সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ”
গত ৯ মে রবিবার বিকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে গরিব ও অসহায় রোজাদার পথচারী ও গরীব শিশুদের মাঝে ইফতারী বিতরণ সময় নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসার দাখিল ২০ তম ব্যাচ এর ছাত্ররা বলেছেন উপরোক্ত কথা গুলো। তারা আরো বলেন, “এই মুফিদ অসহায় গরিবদের মাঝে দয়ার হাত যিনি বাড়িয়ে দিবেন তিনি পরম করুণাময় মহান আল্লাহ তায়ালা তাঁকে দুনিয়া ও আখেরাতে সুমহান মর্যাদা দান করবেন।”
মাদ্রাসার ছাত্র রাকিন জাফরীর সার্বিক তত্বাবধায়নে শতাধিক গরিব অসহায় রোজাদার পথচারীদের মাঝে এই ইফতারী বিতরণ সময় সাথে ছিলেন “রোজাদার অসহায়দের ইফতারী বিতরণ কার্যক্রম-২০২১” এর সদস্য শিক্ষার্থী কাজী সাকলাইন, সাদি খান, জালাল উদ্দিন, রাইহান, সজিব, ইব্রাহিম ও শাফিম প্রমূখ।
ক্যাপশান:
মুরাদপুরে ইফতারী বিতরণে জামেয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার দাখিল ২০ তম ব্যাচের ছাত্ররা।