“অধ্যাপক শফিকুল ইসলাম ফাউন্ডেশন” এর উদ্বোধন

“অধ্যাপক শফিকুল ইসলাম ফাউন্ডেশন” এর কার্যক্রম উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ মিনহাজ রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউট এর অধ্যাপক জাহিদ আলী ও চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের প্রেসিডেন্ট সমর বড়ুয়া।অধ্যাপক শফিকুল ইসলেমর ছেলে ফায়জুস মাসুম বলেন অসহায় মানুষের জন্য কাজ করবে এই ফাউন্ডেশন। মিলাদ ও ঈদ উপহার বিতরনের মাধ্যমে এই ফাউন্ডেশন এর পথচলা শুরু হয়।

অধ্যাপক শফিকুল ইসলাম দীর্ঘ ৩৩ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে অধ্যাপনা করেন। এ সময় তিনি বিভাগের চেয়ারম্যান ও এ.এফ রহমান হলের প্রভোস্টের দায়িত্বও পালন করেন। চারুকলা বিভাগ ও দেশের শিল্পকলার উন্নয়নে ব্যাপক অবদান রাখেন এই গুনি শিল্পী। যৌথভাবে নকশা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহিদ মিনারের। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী প্রথম একক চিত্র প্রদর্শনী করেন এই শিল্পী। ১৯৭২ সালে এই প্রদর্শনী উদ্দোধন করেন স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানী ও বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম.এ.আজিজ, বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম কার্যালয়ে এই প্রদর্শনী অনুসঠিত হয়।