গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চার

আনোয়ারা উপজেলার বড়ুমছড়া ইউনিয়নের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বাদমতলা ইসহাক সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—আবদুর রহমান (৭০), মো. ফরহাদ (২২), আরব আলী (৫০) ও তানজিনা আক্তার (২৫)।

হাসপাতালে দগ্ধদের সঙ্গে আসা মো. মাহমুদ বাংলানিউজকে জানান, ইফতারের এক ঘণ্টা আগে রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়াজানান, রাত সোয়া ৮টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চারজনকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তারা জরুরি বিভাগের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক অবস্থায় চিকিৎসক জানিয়েছেন তারা আশঙ্কামুক্ত।