বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহরা ওয়ার্ড় বিএনপির দোয়া মাহফিল

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নগরীর মোহরা ৫ নং ওয়ার্ড় বিএনপির উদ্যোগে রবিবার (৯ মে) বাদে জোহর মৌলভী বাজারস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও ইফতার বিতরণের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে করোনা পরবর্তী নানা জটিল রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। তাছাড়া কারাবন্দি ডা.শাহাদাত হোসেনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলায় হয়রানীর শিকার বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ানসহ নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন সদর আলী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা জাফর আহমেদ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চান্দগাও থানা বিএনপি সদস্য মো. মানিক চৌধুরী, মোহরা ওয়ার্ড় বিএনপি’র সহ সভাপতি মো. জসিম উদ্দীন, হায়দার আলী, জাহাঙ্গীর আলম, চান্দগাও থানা যুবদলের যুগ্ম আহবায়ক সাবের আহম্মেদ, মো. মহিউদ্দিন, মো. রোকন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. ইলিয়াস, জাহাঙ্গীর আলম বাবলু, আনিসুর রহমান ইমন, ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক সাইনুর আহমেদ পাভেল, চান্দগাও থানা ছাত্রদল নেতা মো. পারভেজ, রবিউল হোসেন চৌধুরী, কুয়াইশ কলেজ ছাত্রদলের ২য় বর্ষের সভাপতি মো. রিয়াজ, সহসভাপতি বাপ্পা, ছাত্রদল নেতা আরমান, রিছান, রাকিব, সাকিব, সায়মন, রিমন প্রমূখ।