ডা.রানা ও ইন্টার্ন চিকিৎসক ডা.হাবিবের উপর হামলা কারীদের গ্রেফতার করতে হবে

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান ও সাধারন সম্পাদক ডা মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী এক যুক্ত বিবৃতিতে গতকাল সন্ধ্যা ৭ টায় চমেক পুলিশ ফাঁড়ির সামনে ডা.ওয়াসিম সাজ্জাদ রানা এর উপর চট্টগ্রাম মেডিকেল কলেজের পথভ্রস্ট ছাত্রনামধারী কিছু সন্ত্রাসী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা ও মোবাইল, মানিব্যাগ, ঘড়ি  ছিনতাই এবং রাত ১০-৩০ মিনিটে পুনরায় ফজলে রাব্বি সুজন নামক এক বহিরাগত সন্ত্রাসীর নেতৃত্বে চমেক এর কিছু বিপদগামী ছাত্রনাম ধারী সন্ত্রাসীদের হামলা ও ছিনতাই এর ঘটনার তীব্র নিন্দা জানান ও অবিলম্বে উক্ত সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত বহিরাগত ও বিপদগামী ছাত্রনামধারী সন্ত্রাসী ছিনতাইকারি দের গ্রেফতারের জোর দাবী জানান।

নেতৃবৃন্দ বলেন কোভিড মহামারীর এই ক্রান্তিলগ্নে যখন সারাদেশের চিকিৎসক সমাজ করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে  হিমশিম খাচ্ছেন ঠিক এমনি সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের কিছু সংখ্যক বিপদগামী ছাত্রনামধারী সন্ত্রাসী কলেজ বন্ধ থাকা সত্বেও অবৈধভাবে ছাত্রাবাসে অবস্থান করে বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় দীর্ঘদিন যাবত চমেক ক্যাম্পাসের  শিক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ন পরিবেশ ও চিকিৎসা সেবা বিঘ্নিত করার অপচেষ্টা চালিযে যাচ্ছিল,  তারই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা ৭ টায় ডা.ওয়াসিম সাজ্জাদ রানা হাসপাতালে যাওয়ার পথে চমেক পুলিশ ফাঁড়ির সামনে বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় উক্ত বিপদগামী ছাত্র নামধারী সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন,মানিব্যাগ ও টাকা পয়সা ছিনিয়ে নেয়, এরপর রাত ১০-৩০ মিনিটের সময় বহিরাহত সন্ত্রাসী ফজলে রাব্বি সুজন এর নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী ও চমেক এর একই ছাত্র নামধারী সন্ত্রাসীরা ইন্টার্ন চিকিৎসক ও চমেক ছাত্রলীগ সভাপতি ডা.হাবিবুর রহমানের উপর জরুরি বিভাগের সামনে হামলা চালিয়ে তার মোবাইল, মানিব্যাগ ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।

নেতৃবৃন্দ আরও বলেন যেখানে কলেজ কতৃপক্ষ কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেছেন সেখানে উক্ত ছাত্রনামধারী সন্ত্রাসীরা কলেজ প্রশাসন কে বৃদ্ধাংগুলি দেখিয়ে বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে মিছিল মিটিং ও চিকিৎসকদের উপর হামলা ও ছিনতাই করে বেড়াচ্ছেন।

নেতৃবৃন্দ অবিলম্বে ফজলে রাব্বি সুজন সহ বহিরাগত সন্ত্রাসী ও বিপদগামী ছাত্রনামধারী সন্ত্রাসী, ছিনতাই কারীদের বিরুদ্ধে আইন অমান্য ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য গ্রেফতার করে যথাযথ শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান।