রাউজানের প্রধানমন্ত্রীর উপহারের টাকা বিতরন শুরু

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনার প্রার্দুভাবের কারনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র অসহায় পরিবারের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৩৭ লাখ টাকা বরাদ্ব দিয়েছেন । প্রতিটি ইউনিয়নে ২লাখ ৫০ হাজার টাকা করে ৩৫ লাখ টাকা ও রাউজান পৌরসভায় ২লাখ টাকা মোট ৩৭ লাখ টাকা অসহায় দরিদ্র পরিবারের মধ্যে বিতরন করা হবে । প্রতিটি অসহায় পরিবারের সদসকে ৫শত টাকা করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার প্রদান করা হবে ।

২৮ এপ্রিল বুধাবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে রাউজানের চিকদাইর ইউনিয়ন, গহিরা ইউনিয়ন, পশ্চিম গুজরা ইউনিয়নে অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে প্রধান মন্ত্রীর উপহারের টাকা বিতরন করা হয়। অসাহায় দরিদ্র পরিবারের সদস্যদের প্রধান মন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরন কার্যক্রম অনুষ্টানে প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন । অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্ল্যাহ, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সাহাবু উদ্দিন আরিফ, নুরুল আবছার বাশি, আওয়ামী লীগ নেতা আলমগীর কবির প্রমুখ ।