সীতাকুন্ডে কৃষকের ধান কেটে দিল উত্তর জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শ্রমিক সংকটে গতকাল ২৭ এপ্রিল মঙ্গলবার সীতাকুন্ড উপজেলার বারৈয়াডালার বহরপুর গ্রামের কৃষক বদিউল আলমের ৩ একর জমির ধান কেটে ঘরে তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ নেতৃবৃন্দরা। সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এতে অংশ গ্রহণ করেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচিত সদস্য এডভোকেট উম্মে হাবিবা, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী। আরো অংশ গ্রহণ করেন কৃষক লীগ নেতা আবদুল হান্নান রানা, ড. রেজাউল করিম চৌধুরী, জেলা কৃষক লীগ সহ-সভাপতি দিদারুল আলম, ফজলুল ইসলাম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার শফিউল আলম, দপ্তর সম্পাদক সেলিম সাজ্জাদ, কুটির শিল্প বিষয়ক সম্পাদক এম.এ নুরুন্নবী চৌধুরী, সদস্য শফিকুল ইসলাম, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী, জসিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাইদ মিয়া, উপজেলা কৃষক লীগ আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার রফিকুল ইসলাম, সামশুল আলম, সদস্য আনোয়ারুল ইসলাম ভূইয়া, মোঃ মোরশেদ, আবদুল করিম ভাসানী, মাষ্টার আবদুল মজিদ, রিজোয়ান চৌধুরী প্রমুখ। সভাপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বক্তৃতায় বলেন বৈশ্বিক এই মহামারীতে শ্রমিক সংকটে বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি কৃষি ও কৃষক তাদের ফসল কেটে ঘরে তুলতে বাংলাদেশ কৃষক লীগের নেতা-কর্মীরা যেন কৃষকদের সহায়তায় এগিয়ে আসেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামীতে উত্তর জেলার আওতাধীন বিভিন্ন উপজেলায় কৃষকের ধান কেটে তাদের ফসল ঘরে তুলতে কৃষক লীগের নেতা-কর্মীরা উৎসবের আমেজে অংশ গ্রহণ করবেন।