জনগণকে বাদ দিয়ে কিছু করা জনপ্রতিনিধির কাজ নয়

লকডাউনে ঘরবন্দি কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্দ্বীপ উপজেলার বিভিন্ন এলাকায় তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় এমপি মাহফুজুর রহমান মিতা বলেন, জনগণকে বাদ দিয়ে কিছু করা জনপ্রতিনিধির কাজ নয়। যাদের ভোটে নির্বাচিত হয়েছি। তাদের খোঁজখবর রাখাটা আমার নৈতিক দায়িত্ব। প্রয়াত সাংসদ আমার বাবা মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এই শিক্ষা পেয়েছি।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে একত্রে করোনা মোকাবিলা করতে হবে। এ জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে, সুরক্ষা নিশ্চিত করে কাজ করতে হবে।

ত্রাণ নিতে আসা পঁচাত্তর বছর বয়সী ওহাব সরদার বলেন, ভোট আসলে চেয়ারম্যান, মেম্বাররা ভোট চাইতে আসে। ভোট চলে গেলে সব ভুলে যায় তারা। কিন্তু আমাদের এমপি বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছেন। গরীব মানুষের খোঁজ খবর রাখছে। এর চেয়ে খুশির খবর কি হতে পারে।