মীর হেলালের মামলা প্রত্যাহার করুন : জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য,বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের বিরুদ্ধে হাটহাজারী থানায় অসত্য, বানোয়াট,ভৌত্বিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,চট্টগ্রামের সভাপতি অ্যাডঃ এ এস এম বদরুল আনোয়ার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ মুহাম্মদ হাসান আলী চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,চট্টগ্রামের নেতৃবৃন্দ মঙ্গলবার (২৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বলেন,দেশের বর্তমান COVID 19 বৈশ্বিক মহামারী বিরাজমান অবস্হায় ব্যারিস্টার মীর হেলালের বিরুদ্ধে অসত্য,ভৌত্বিক ও বানোয়াট মামলা দায়ের প্রমাণিত হয় এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,আওয়ামী লীগ সরকারের এই দ্বিমূখী ও ষড়যন্ত্রমূলক আচরণে হেফাজতের কথিত ঘটনার সহিত কোন রকম বিএনপির সম্পৃক্ততা ও সমর্থন না থাকা স্বত্ত্বেও ব্যারিষ্টার মীর হেলাল দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হওয়া পরও ভোটবিহীন স্বৈরচার সরকার হয়রানী ও প্রতিপক্ষ রাজনৈতিক মতকে দমন করার কু- উদ্দ্যেশ্য বাস্তবায়ন করার মানসে ভৌত্বিক ও মিথ্যা মামলায় সম্পৃক্ত করে ন্যায় বিচার, আইনের শাসন,দেশের প্রচলিত আইন ও রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। নেতৃবৃন্দ আরো বলেন, কথিত ঘটনার তারিখ ২৮ শে মার্চ ২১ ইং উল্লেখ করিলেও পুলিশ অদৃশ্য শক্তির অনুবলে মামলা দায়ের করেন ২১শে এপ্রিল ২১ ইং, এ থেকে বুঝা যায় স্বৈরশাসকের আজ্ঞাবহ প্রশাসন দীর্ঘ কাল পর ব্যারিষ্টার মীর হেলাল সহ বিএনপির নেতা কর্মীদের নামে অবৈধ সরকারের ইশারায় ভৌত্বিক মামলা সৃজন করিয়া বিরোধী মতকে দমন করার জন্য রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করিয়া অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে মরিয়া হয়ে উঠে। আশাকরি সারাদেশের সর্বত্র সরকারের অগণতান্ত্রিক আচরণ মোকাবেলা করে গণতন্ত্রকামী জনগণ অচিরে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্টায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। নেতৃবৃন্দরা আরো বলেন, অগণতান্ত্রিক ভোটার বিহীন সরকার অবিলম্বে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত ভৌত্বিক ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোর দাবী জানায়।