রাউজানে শপিং মলে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে সরকার লকডাউন ঘোষনা করার পর গতকাল ২৫ এপ্রিল রবিবার থেকে শপিংমল ও ব্যবসা প্রতিষ্টান খোলার ঘোষনা দেওয়ার পর পর গত ২৫ এপ্রিল রবিবার থেকে রাউজানের বিভিন্ন এলাকার শপিংমল ও ব্যবসা প্রতিষ্টান খুলে দেয়া হয় । শপিংমল ও ব্যবসা প্রতিষ্টানে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার জন্য সরকার নির্দেশ দেয়। রাউজানের বিভিন্ন এলাকার শপিংমল ও ব্যবসা প্রতিষ্টানে স্বাস্থ্যবিধির বালাই নেই । সামাজিক দরুত্ব বজায় রা রেখে মুখে মাক্স না দিয়ে শপিংমল ও ব্যবসা প্রতিষ্টানে চলছে কেনাকাটা । শপিংমল ও ব্যবসা প্রতিষ্টানে উপছে পড়া ভীর করে ক্রেতারা কেনাকাটা করছে। গতকাল ২৬ এপ্রিল সোমবার সকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় রাউজান ফকির হাট বাজারের শপিংমল ও কাপড়ের দোকানে অভিযান পরিচালনা করেন । অভিযান চলাকালে কাপড়ের দোকানে সামাজিক দুরত্ব বজায় না রেখে গাদাগাদি করে ক্রেতারা কেনাকাটা করার অপরাধে কয়েকটি কাপড়ের দোকানের মালিক থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে মজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ । এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ ।