রাউজান পৌরসভায় মশক নিধন অভিযাণ শুরু

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ রাউজান পৌরবাসীকে মশার কবল থেকে রক্ষার জন্য মশক নিধন অভিযান শুরু করেছেন । ২৬ এপ্রিল সোমবার বিকালে রাউজান পৌরসভার ফকির হাট বাজারে ফগার মেশিন দিয়ে মশক নিধন ঔষধ ছিটিয়ে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন । এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, যুবলীগ নেতা আবু সালেক, সাবের উদ্দিন, তানভীর হাসান চৌধুরী, উজ্জল দাশ গুপ্ত, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন,আরমান সিকদার, বেলাল হোসেন সিফাত, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি ইমতিয়াজ জামাল নকিব। রাউজান পৌরবাসীকে মশার কবল থেকে রক্ষা করার জন্য নালা নর্দমা পরিস্কার পরিচ্ছনতার পাশাপাশি ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটিয়ে পৌরসভার সকল বাসিন্দ্বাকে পৌরসভার সেবা নিশ্চিত করবেন বলে জানান রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ।