কোভিড-১৯ মহামারিতে সারাদেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাসহ করোনা সংক্রান্ত অন্যান্য সরকারি কার্যক্রম সমন্বয় করতে ৬৪ জেলায় ৬৪ জন সিনিয়র সচিব ও সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি আদেশ জারি করে।
সেখানে ৬৪ জেলায় করোনা সংক্রান্ত কাজ সমন্বয়ে ৬৪ জন সচিব ও সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হয়। এর আগে করোনা মহামারির প্রথম পর্যায়েও একইভাবে ৬৪ জেলায় সচিবদের দায়িত্ব দেওয়া হয়।
সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমের ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের সমন্বয় করে কোডিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধান করবেন দায়িত্বপ্রাপ্ত সচিব ও সিনিয়র সচিবরা।










