নব নির্মিত জুমার মাধ্যমে মরিয়াম জালাল জামে মসজিদ উমুক্ত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃরাউজানের কদলপুর আশরফ নগর কমলার টিলা বসবাসকারী ভুমিহীন পরিবারের বাসিন্দ্বাদের জন্য নব নির্মিত মরিয়াম, জালাল জামে মসজিদে জুমার নামাজের মাধ্যমে নামাজ আদায় করার কাজ শুরু হবে । রাউজান উপজেলার ৮নং কধলপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা কদলপুর আশরফ নগর কমলার টিলায় শতাধিক ভুমিহীন পরিবার বসবাস করে আসছে ।

শতাধিক ভুমহীন পরিবারের বাসিন্দ্বারা জুমার নামাজ পাচঁ ওয়াক্ত নামাজ তাদের বাসবাসের ঘর থেকে অদুরে হজরত আশরফ শাহ (রাঃ) এর মাজার সংগ্লন্ন মসজিদে পায়ে হেটে গিয়ে আদায় করতো । বর্ষার মৌসুমে প্রবল বর্ষন হলে মুসল্লীরা ঘরে বসে নামাজ আদায় করতো । এলাকার শতাধিক ভুমিহীন পরিবারের বাসিন্দ্বাদের জুমার নামাজ ও পাচঁ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী এগিয়ে আসেন। আশরফ নগর কমলার টিলার পাশে নিজের টাকা দিয়ে জমি ক্রয় করে আওয়ামী লীগ নেতা ইরফান আহম্মদ চৌধুরী । ক্রয় করা ৪শতক জমি মাটি ভরাট করে ২০ লাখ টাকা ব্যয়ে ভুমিহীন পরিবারের বাসিন্দ্বাদের জন্য রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে আশরফ নগর কমলার টিলা এলাকায় মরিয়াম জালাল জামে মসজিদ নির্মান করেন আওয়ামী লীগ নেতা ইরফান আহম্মদ চৌধুরী । আজ ৯ এপ্রিল শুক্রবার জুমার নামাজ আদায় করার মাধ্যমে নব নির্মিত মরিয়াম জালাল জামে মসজিদের জুমার নামাজ ও পাচঁ ওয়াক্ত নামাজ আদায় করবেন ভুমিহীন পরিবারের বাসিন্দ্বারা । রমজান মাসে নব নির্মিত মরিয়াম জালাল জামে মসজিদে তারাবির নামাজ আদায় করা হবে জানান মসজিদের নির্মাতা আওয়ামী লীগ নেতা ইরফান আহম্মদ চৌধুরী ।