ঈদগাঁওয়ে অসহায় ছখিনা বেগমের চিকিৎসা ফান্ড হস্তান্তর

সেলিম উদ্দিন, ঈদগাঁও,কক্সবাজার: কক্সবাজারের সেচ্ছাসেবী সংগঠন ঈদগাঁও ব্লাড ব্যাংক-এর পক্ষ থেকে সংগৃহকৃত অসহায় ছকিনা বেগম-এর চিকিৎসার জন্য গঠিত ফান্ডের অর্থ মঙ্গলবার (১১ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্লাড ব্যাংক নেতৃবৃন্দ এই মানবিক উদ্যোগে দেশ ও প্রবাস থেকে যারা উদারভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এই সাফল্য এনে দিয়েছে। আল্লাহ তায়ালা সকলের এই সদকায়ে জারিয়া (চলমান দান) উত্তম প্রতিদান দান করুন। এ দান, ত্যাগ ও সহযোগিতা যেন ইহকাল ও পরকালের জন্য কল্যাণের হয়। পাশাপাশি সকলে ছকিনা বেগম-এর জন্য দোয়া করি, সে যেন আরোগ্য লাভ করেন।

এদিকে ঈদগাঁও ব্লাড ব্যাংক ভবিষ্যতেও সকলের সহযোগিতা নিয়ে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবেন বলে জানিয়েছেন।