শাহ আমানতে তোশকের পর এবার জুতায় ইয়াবা ও গাঁজা পাচার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ‘গাঁজা’ ভরা তোশকের পর এবার আবুধাবিগামী এক যাত্রীর জুতায় লুকানো ৫৪০পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা পেয়েছে ।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের চূড়ান্ত তল্লাশির সময় স্ক্যানিং মেশিনে মাদকের বিষয়টি ধরা পড়ে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারওয়ার-ই-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাটহাজারী উপজেলার জমির উদ্দিন নামের একজন আবুধাবিগামী যাত্রীর চূড়ান্ত তল্লাশির সময় স্ক্যানিং মেশিনে মাদকের বিষয়টি ধরা পড়ে। এরপর তার জুতা খুলে দেখা যায় সোলের ভেতর সুকৌশলে ইয়াবা ও গাঁজা লুকানো। এরপর তাকে আটক করা হয়। ১০ বছর ধরে আবুধাবি যাতায়াত করছেন জমির।

জুতার সোলের ভেতর সুকৌশলে লুকানো ছিল ইয়াবা ও গাঁজা।জিজ্ঞাসাবাদে জমির বিমানবন্দর কর্মকর্তাদের জানিয়েছেন, অপরিচিত একজন মানুষ জুতা জোড়া পায়ে দিয়ে আবুধাবি নিয়ে যাওয়ার জন্য ৫০ হাজার টাকা দেবেন বললে তিনি রাজি হয়ে যান।

জমিরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে বিমানবন্দর ব্যবস্থাপক বলেন, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি চোরাচালান, মাদক পাচার বন্ধে কঠোর নজরদারি রয়েছে।