প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতে গণভবনে নুর

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আলাদা গাড়িতে গণভবনে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

শনিবার (১৬ মার্চ) দুপুরে নুর নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। বহরে তার সঙ্গে আছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক মো. আখতার হোসেন।

নুর জানান, বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসুর বিজয়ী নেতাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।

এর আগে নুর বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা অবশ্যই যাবো। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। প্রধানমন্ত্রী নিজে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের যাওয়া উচিত।’

শনিবার দুপুরে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব গণভবনে যাবো কি-না? এখন সবাই সম্মতি দিয়েছে। আমরা গণভবনে যাচ্ছি।’

এদিকে ডাকসুর নব-নির্বাচিত এজিএস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা ছাত্রলীগের সবাই বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবন পৌঁছে গেছি। পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু নির্বাচনে ভিপি পদে পরাজিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজীত কুমার দাসও একসঙ্গে রয়েছেন।’