অস্ত্র আইনে পরিবর্তন আনছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে অস্ত্র আইনে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান। দেশটির ইতিহাসে কলঙ্কময় সন্ত্রাসী হামলার একদিন পর তিনি এ কথা বলেন।

দেশটিতে স্থানীয় সময় শুক্রবার বেলা দেড় টা নাগাদ ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে এক বন্দুকধারীর হামলায় ৪৯ জনের প্রাণহানি ঘটে। ইতিমধ্যে ওই সন্দেহভাজন হামলাকারীকে আদালতে হাজির করা হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু লাইসেন্স করা বন্দুক দিয়েই এ ধরনের ঘটনা ঘটছে, তাই আমি ঠিক এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারি..আমাদের বন্দুক আইনে পরিবর্তন আসবে।’

দেশটিতে প্রায় ৫০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে ১২ লাখের মত মানুষের কাছে বন্দুকের লাইসেন্স আছে।