গ্রামীণফোনের কার্যকর সংযোগের সংখ্যা আট কোটি ছাড়িয়ে গেছে।
অপারেটরটির এই সংযোগ সংখ্যা এখন ৮ কোটি ৩ লাখ ৯০ হাজার। যা বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের সমান।
বিটিআরসির হিসাবে, চলতি বছরের জানুয়ারিতে জিপির সংযোগ ছিলো ৭ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার। সে হিসেবে ৮ কোটির ল্যান্ডমার্ক স্পর্শ করা সময়ের বিষয় ছিলো মাত্র। ফেব্রুয়ারিতে তারা ৬ লাখেরও বেশি সংযোগ পেয়ে ছাড়িয়ে যায় ৮ কোটির মার্ক।
তবে ২০১৮ সালের আগস্টে ৭ কোটির ল্যান্ডমার্ক অর্জন ঘটা করে উদযাপন করলেও এবার ৮ কোটির ক্ষেত্রে তেমন কোনো আয়োজন দেখা যায়নি অপারেটরটির।
সেবার নিজেদের কার্যালয়ে অনুষ্ঠানের পাশাপাশি উদযাপন আয়োজনের ছবিসহ নিজেদের অফিসিয়াল ফেইসবুক পেইজে বাণীও দিয়েছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী। এবং এ অর্জনে গ্রাহক, খুচরা বিক্রেতাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন জিপি সিইও।
তারও আগে ২০১৭ সালের এপ্রিলে ছয় কোটির কার্যকর সংযোগের ল্যান্ডমার্কে পৌঁছায় জিপি।
১৯৯৭ সালে যাত্রার নয় বছর পরে এসে ২০০৬ সালের অক্টোবরে প্রথম এক কোটি গ্রাহক পার হয় তারা। তারপর থেকে অনেকটাই দ্রুতগতিতে এগুতে থাকে অপারেটরটি।
দুই বছরের চেয়েও কম সময়ে, ২০০৮ সালের জুনে এক কোটি গ্রাহক পেয়ে যায় তারা। তিন কোটির ল্যান্ডমার্কে পৌঁছাতে খানিকটা সময় নেয় গ্রামীণফোন। ২০১১ সালের জানুয়ারিতে আসে এই অর্জন।
এরপর ২০১২ সালের সেপ্টেম্বর তারা চার কোটি গ্রাহকের অপারেটর হয়। পাঁচ কোটির ফলক অর্জন হয় ২০১৪ সালের সেপ্টেম্বরে।