প্রিন্স ফিলিপের হৃদরোগের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে

বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের দাম্পত্য সঙ্গী প্রিন্স ফিলিপের হৃদরোগের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে বাকিংহাম প্যালেস। এতে বলা হয়েছে, প্রিন্স ফিলিপকে আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। ৯৯ বছর বয়সী এই প্রিন্স গত ১৬ দিন ধরে হাসপাতালে রয়েছেন। বিবিসি জানিয়েছে, তিনি এতদিন একটি সংক্রামক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। পরে তাকে সোমবার পরীক্ষার জন্য সেইন্ট বার্থোলোমিউ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার হৃদরোগের সর্বশেষ অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপর বুধবার তার হৃদরোগের চিকিৎসা শুরু হয়।
এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে ২০১১ সালে প্রিন্স ফিলিপ বুকের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এসময় তাকে অস্ত্রপাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আগামী জুন মাসে ১০০ বছরে পা দেবেন তিনি।