১২ মে থেকে দেশের সব টিভি চলবে বঙ্গবন্ধু স্যাটেলাইটে, ৩ মাস ফ্রি

আগামী ১২ মে থেকে দেশের সব টিভি চ্যানেলের সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চলবে। প্রথম তিন মাস তা ফ্রি থাকবে। এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১১ মার্চ) সচিবালয়ে দেশের সব টিভি চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনারস (এটকো) নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের একবছর পূর্তি হবে। ১২ মে নাগাদ বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হবে।’
বিজ্ঞাপন

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ তিন মাস বিনামূল্যে সেবা দেবে বলেও এ সময় জানান তথ্যমন্ত্রী।