কক্সবাজার বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে গৃহবধূর মৃত্যু

শনিবার (১৩ ফেব্রুয়ারি ২০২১ ই ) সকাল বেলা যথারীতি দিন শুরু হলেও একজন আত্মীয় ও প্রিয় জনের স্ত্রীর মৃত্যুর খবর শুনে মনটা খুবই বিধ্বস্ত, মর্মাহত। কারণ মৃত্যুটি স্বাভাবিক নয়, শুনেছি কক্সবাজারে বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। জামালখান ওয়ার্ডের হেমসেন লেইন এলাকার গ্রীনল্যান্ডলেজ ব্যাংক কলোনীর “অমৃত তরু” বিল্ডিং এর কৌশিক বড়ুয়া সুমন সপরিবারে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সেখানে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন কালে ছিনতাইকারী মোবাইল এবং ব্যাগ টান দিলে সুমনর স্ত্রী টমটম থেকে ছিটকে পড়েন ফলে মাথায় আঘাত জনিত কারণে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে গনমাধ্যম কর্মী রাজু চৌধুরী বলেন শুনেই বাকরুদ্ধ বলার কোনো ভাষা নেই, শান্তনা দেওয়ার কোনো শব্দ ডিকশনারিতে খুঁজে পাচ্ছিনা। দুইদিন আগেও রাস্তায় দেখা হয়েছিল কথা হয়েছে। খুবই কষ্ট হচ্ছে তাদের ছোট ছেলেটির জন্য। আট থেকে দশ বছর বয়স হবে। আর চিন্তা করতে পারছি না….. সঞ্চিত পূণ্য রাশি দান করছি, বৌদি যেখানেই থাকুন ভালো থাকুন। পৃথিবীতে আর কখনো মানুষ হিসেবে জন্মগ্রহণ করে আসলে দীর্ঘায়ু নিয়ে জন্মান যেন পুনরায় অবুঝ শিশুকে ফেলে চলে যেতে না হয়।