বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ ৬ জনের মৃতদেহ উদ্ধার

ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া নৌকার নিখোঁজ সর্বশেষ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় নিহত ছয় জনের অধিকাংশই একই পরিবারের।

আজ রবিবার সকাল সোয়া ১০টার দিকে কালীগঞ্জ আলম টাওয়ার বরাবর নদী থেকে নিখোঁজ সাহিদা বেগমের লাশ উদ্ধার করা হয়।

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাহিদার স্বামী গার্মেন্ট কর্মী শাহজালাল (৩৮) লঞ্চের প্রপেলারের আঘাতে দুই পা হারিয়ে জাতীয় অর্থোপেডিকস ও পুর্নবাসন (পঙ্গু হাসপাতাল) কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শরীয়তপুরে যাওয়ার কথা ছিল হতভাগ্য পরিবারটির। তবে রাত ১০টার দিকে সদরঘাটের ১৩ নম্বর পন্টুনের কাছে তাদের নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ।