২দিনে অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়েছে বিএনপি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীতে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। নগরীর বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের বাসায় বাসায় সাদা পোষাকধারী পুলিশ অভিযান চালিয়ে গত ৪৮ ঘন্টায় অন্তত অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযানকালে নেতাকর্মীদের বাসা-বাড়িতে তল্লাশির নামে পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে পুলিশ। নির্বাচনের আগ মূহুর্তে সুষ্ঠু নির্বাচনকে বানচাল করার জন্য প্রশাসন গভীর নীল নকশার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নেতাকর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা এবং ভয়ভীতি দেখানো জন্য প্রশাসন এই হয়রানী চালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি।

শনিবার রাত থেকে রবিবার দিনব্যাপি কোতোয়ালী থানা পুলিশ নগরীর বক্সির হাট ওয়ার্ডের ধানের শীষের এজেন্ট রফিকুল আলম, নুরুল আলম মজনু, আইয়ুব আলী, কৃষক দলের কেন্দ্রিয় নেতা মোজাম্মেল হক মিন্টু, যুবদল নেতা মহিউদ্দীন খান রাজিব, মো: মামুন, আনোয়ার হোসেন, মো: আলী,জামালখান ওয়ার্ডের নূর হোসেন, ডবলমুরিং থানা পুলিশ সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সা: সম্পাদক আশরাফ খান ও বিএনপি নেতা দিদারুল আলম, মো: সাইফুল, পাঠানটুলি ওয়ার্ডের মাহাবুব আলম, চকবাজার ওয়ার্ডের ধানের শীষের প্রচারণার সময় যুবদল নেতা আব্দুস সোবহান, রাসেল করিম, এনায়েত বাজার যুবদল নেতা মো: নওশাদ, দেওয়ান বাজার থেকে নূর হোসেন, পাচঁলাইশ থানা পুলিশ পশ্চিম ষোলশহর ওয়ার্ড থেকে মহিউদ্দীন চৌধুরী জসু, মো: লোকমান, চান্দঁগাও থানা পুলিশ পূর্ব ষোলশহর ওয়ার্ডের দিদারুল আলম, চাঁন্দগাও ওয়ার্ডের মো: হাসান, মো: মামুন, মোহরা ওয়ার্ডের মো: গোলাপ, পতেঙ্গা থানা পুলিশ উত্তর পতেঙ্গা ওয়ার্ডের ধানের শীষের প্রার্থী ডা: শাহাদাত হোসেনের গণসংযোগের শুরুর আগে মো: হারুন, মো: সোহাগসহ ৬ জন, বাকলিয়া থানা পুলিশ যুবদল নেতা মো: ইউনুছ, বায়েজীদ থানা পুলিশ আব্দুল করিম, নিজ নিজ বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

ইতোপূর্বে গ্রেফতারকৃতরা হলেন জসিমুল ইসলাম কিশোর, মোহাম্মদ আজীজ মো: রহিম, মো: আলমঙ্গীর. মনির হোসেন, জিয়া উদ্দীন বাবুল, মো: রাশেদুজ্জামান, তারেকুর রহমান রাকিব, সানাউল কাদের সানি. ইয়াকুব খান, মো: জাকির, আবু মানিক, মো: হোসেন।