বাংলাদেশ পৌর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি ও হাটহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী জনাব বেলাল আহমেদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক প্রকৌ.মোঃ জসীম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌ. মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আইডিইবি চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক প্রকৌ.জয়দেব বৈদ্য, জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌ.রফিকুর রহমান, কাউন্সিলর প্রকৌ.মোঃ নুরুল আবছার,সাবেক কাউন্সিলর প্রকৌ.মোঃ মাহফুজুর রহমান, চপই ছাত্র সংসদের সাবেক ভিপি প্রকৌ.মোঃ আবু তাহের, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ হাটহাজারী উপজেলার সভাপতি প্রকৌ.প্রণব মহাজন।
হাটহাজারী উপজেলার সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী সৈয়দ মুহিবুল হক মুহিব এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ.মোঃ নিয়াজ মোর্শেদ, হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মাইদুল ইসলাম শাহ, সদস্য প্রকৌ.ওয়াহিদুল হক, প্রকৌ.আব্দুল আজিজ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে পিআইও প্রকৌ.মোঃ নিয়াজ মোর্শেদ সাহেবকে সভাপতি ও ব্যবসায়ী রাজনীতিবিদ সৈয়দ মুহিবুল হক মুহিব সাহেবকে সাধারণ সম্পাদক করে আইডিইবি হাটহাজারী উপজেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সুন্দর সাবলীল প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে গঠিত নতুন কমিটিকে আইডিইবি চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও স্থানীয় সদস্য প্রকৌশলীদের ধন্যবাদ জানাই।