ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সভা ১৩ জানুয়ারি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সাংগঠনিক সভা ১৩ জানুয়ারি বুধবার বিকাল ৫ টায় নগরীর চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের ৩য় তলায় এস এম জামাল উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
করোনা মহামারি কোভিড-১৯ এর কারণে সাংগঠনিক সভায় স্বাস্থ্যবিধি অনুস্মরণ করে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের জেলার সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও কার্যকরি সাধারণ সম্পাদক অলিদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।