হুন্দাইয়ের গাড়ি তৈরিতে অংশিদার হওয়ার পথে অ্যাপল

গাড়ি তৈরিতে হুন্দাইয়ের অংশিদার হওয়ার পথে অ্যাপল! দক্ষিণ কোরীয় খ্যাতনামা গাড়ি নির্মাতা হুন্দাইয়ের দাবি, যৌথভাবে ইলেকট্রনিক গাড়ি (কার) তৈরির ব্যাপারে অ্যাপলের সঙ্গে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত কী হবে, এখনো বলা যাচ্ছে না।

কিন্তু এ দাবির ঘণ্টা কয়েক পরেই বক্তব্য বদলে ফেলে হুন্দাই। শেষ বক্তব্যে অ্যাপলের নাম উল্লেখ না করে হুন্দাই জানায়, যৌথভাবে কাজ করার ব্যাপারে একাধিক সম্ভাব্য অংশীদারের (যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান) সঙ্গে আলাপ চলছে।

অ্যাপলের সঙ্গে অংশীদারের খবর ছড়িয়ে পরার পরপরই হুন্দাইয়ের শেয়ার মূল্য ২০ শতাংশ বেড়ে গিয়েছিল।

এদিকে, অ্যাপল ২০২৪ সালে স্বচালিত গাড়ি আনতে যাচ্ছে বলে গত মাসে খবর এসেছিল। আর সম্প্রতি হুন্দাইয়ের সঙ্গে তাদের যৌথ অংশীদারিত্বের আলোচনা নিয়ে কথা উঠলো।