রাউজানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শেষ পর্যায়ে

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ৩নং চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে দেড় একর জমিতে ২২ কোটি টাকা ব্যায়েদৃষ্টি নন্দন কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ভবন নির্মান কাজ শেষ পর্যায়ে ।রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় গনপূর্ত অধিদপ্তরের অর্থায়েনে গত ২০১৭ সালের ১০ অক্টোবর কারিগরী প্রশিক্ষন কেন্দ্র ভবন নির্মান কাজ শুরু করা হয় । ঠিকাদারী প্রতিষ্টান চৌধুরী এন্টার প্রাইজ পক্ষে নির্মানাধীন কারিগরী প্রশিক্ষন কেন্দ্র ভবনের নির্মান কাজ করছেন ওমানস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি সি, আই, পি ইয়াসিন চৌধুরী। করিগরি প্রশিক্ষন কেন্দ্র ভবনের চার তলা বিশিষ্ট একাডেমিক ভবন, চারতল বিশিষ্ট ডরমেটারি ভবন, অধ্যক্ষ ভবন নির্মান কাজ শেষ হয়েছে । বর্তমানে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ভবনের চার পাশে সীমনা প্রাচীর ভেতরের সড়ক নির্মান কাজ চলছে । কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ভবনের নির্মান শেষ হলে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র থেকে তরুন, যুবকেরা প্রশিক্ষন গ্রহন করে দেশ বিদেশে বিভিন্ন কাজে দক্ষ হয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন । দেশের তরুন বেকার যুবকেরা খুজে পাবে তাদের কর্মসংস্থানের পথ । ওমানস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি সি, আই, পি ইয়াসিন চৌধুরী বলেন, ২২ কোটি টাকা ব্যায়ে নির্মান করা কারিগরী প্রশিক্ষন কেন্দ্রটি বেকার তরুন যুবকদের প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে আলোর পথ দেখাবে । কারিগরি প্রশিক্ষন কেন্দ্রটি আন্তজাতিক ভাবে করতে পারলে যে সব বেকার তরুন যুবক কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে প্রশিক্ষন শেষে আই, এস, ও যুক্ত সনদ পেলে তারা বিদেশে গিয়ে ব্যাপকভাবে কর্মসংস্থানের সুযোগ পাবে। এছাড়া ও আই, এস, ও যুক্ত সনদধারী বেকার তরুন যুবকের কর্মসংস্থানের ক্ষেত্রে বিদেশে বেতনের পরিমান ও বেশী । ওমানস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি সি, আই, পি ইয়াসিন চৌধুরী আরো বলেন, প্রশিক্ষনার্থীরা যাতে আই, এস, ও সনদ পাওয়ার জন্য আমরা প্রবাসী কমিনিউটি থেকে সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের মন্ত্রী, সচিব, কর্মকর্তাদের সাথে সভায় সুপরিশ করেছি ।