শত বছর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে দক্ষিন দলই নগর প্রাথমিক বিদ্যালয়

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ৪ নং গহিরা ইউনিয়নের দক্ষিন দলই নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি গত ১৯০৮ সালে মরহুম আবদুল মন্নান চৌধুরী একাবাসীর সহায়তায় প্রতিষ্টা করে। ৫৮ শতক জমিতে প্রতিষ্টিত দক্ষিন দলই নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি শত বৎসর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে । দক্ষিন গহিরা দলই নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশের প্রতিষ্টিত ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, সরকারী ও বেসরকারী প্রতিষ্টানে উচ্চ পদস্থ কর্মকর্তা পদে আসিন রয়েছে । শত বৎসরের পুরাতন দক্ষিন দলই নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি সেমি পাকা ভবন রয়েছে । সেমি পাকা ভবনে ৭টি কক্ষ রয়েছে । দুটি কক্ষকে হলরুম করা হয়েছে । বিদ্যালয়ের পশ্চিম পাশে গত ২০০০ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর একটি পাকা ভবন র্নিমান করে। পাকাভবনের মধ্যে ৪টি কক্ষের মধ্যে একটি কক্ষ শিক্ষক শিক্ষিকাদের অফিস কক্ষ হিসাবে ব্যবহার করা হচ্ছে। অপর ৩টি কক্ষের মধ্যে ও সেমি পাকাভবনের ৫টি কক্ষে শিক্ষার্থীদের পাঠদানে ব্যবহার করা হচ্ছে । রাউজানের দক্ষিন দলই নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের উন্নয়নে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ৬ লাখ টাকা ব্যয়ে হল রুম করা হয়েছে । স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ১৬ লাখ টাকা ব্যয়ে স্কুলের চার পাশে সীমানা প্রাচীর নির্মানর করা হয়েছে । দক্ষিন দলই নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইফতোখার হোসেন দিলু ও এলাকার কয়েকজন লোকের আর্থিক সহায়তায় স্কুলের মাঠের পাশে শহীদ মিনার নির্মান ও অফিস কক্ষের আসবাব পত্র ক্রয় করা, নব নির্মিত হলরুমের মঞ্চ, চেয়ার টেবিল, হলরুমের ভেতরে টাইলসের কাজ করা হয়েছে । বিদ্যালয়ের পুরাতন সেমি পাকা ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মানের প্রক্রিয় চলছে বলে জানান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইফতেখার হোসেন দিলু । বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইফতেখার হোসেন দিলু আরো বলেন, গত ৫ বৎসর ধরে বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় শতভাগ পাশ করার গৌরব রয়েছে । গত ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় শতভাগ পাশ ছাড়া ও ৩জন শির্ক্ষাথী জিপি- এ -৫ পেয়েছে । ৩জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে । দক্ষিন দলই নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১শত ৫০ জন শিক্ষার্থী রয়েছে । ১শত ৫০ হজন শিক্ষার্থীকে পাঠদানের জন্য ৭জন শিক্ষক শিক্ষিকা রয়েছে । শত বৎসরের পুরাতন দক্ষিন দলই নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি শত বৎসর ধরে এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ।