রাউজানের টুকরো খবর

মাইজভান্ডারী দর্শন শীর্ষক সেমিনার, সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:মহান ১০ মাঘ গাউছুল আজম হযরত শাহ্সূফী মাওলানা সৈদয় আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক:)’র ১১৫ তম ওরশ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার দক্ষিণের শাখাসমূহের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গত ৭ জানুয়ারি বৃহস্পতিবার দক্ষিণ রাউজান গশ্চি নয়াহাট এলাকায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার ক জোনের সমন্বয়কারী জাকের হোসেন মাষ্টার। অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার ক জোনের সমন্বয়কারী এস এম মহিবুল্লাহ্, আক্কাস উদ্দীন মানিক। রাউজান উপজেলার দক্ষিণের শাখাসমূহের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন ইউছুপ আলী, আবু আহম্মেদ, আবু তাহের ভাণ্ডারী, মহিউদ্দিন, জাবেদ, জানে আলম, দিল মোহাম্মদ, তাপস বৈদ্য, ইমরান, নুরুল হুদা, সেলিম উদ্দীন প্রমুখ। সভায় মোহাম্মদ ইউছুপ আলী জানায় গাউছুল আজম হযরত শাহ্সূফী মাওলানা সৈদয় আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক:)’র ১১৫ তম ওরশ উপলক্ষে আগামী ১১ জানুয়ারি রাউজান উপজেলার দক্ষিণের শাখাসমূহের ব্যবস্থাপনায় বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় ত্বরিকত পন্থীদের ভূমিকা ও মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার, গুণীজন সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।


ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিস্বপন কুমার দাশ গুপ্ত
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ রাউজান সদরের ঐতিহ্যবাহী ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার দাশ গুপ্ত।গত ৪টা জানুয়ারি চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী এ আদেশ জারি করেন।এতে প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব,জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত আবদুল আউয়াল সদস্য,উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত মোহাম্মদ কফিল উদ্দীন চৌধুরী সদস্য নির্বাচীত হন।চিটিতে উল্লেখ করা হয় পত্র ইস্যুর তারিখ হইতে আগামি ৬মাসের মধ্য ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।


মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান সুলতানপুর শাখার মিলাদ মাহফিল ও ত্রাণ বিতরণ
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সুলতানপুর শাখার সাংগঠনিক সম্পাদক গাজী আলমগীরের ব্যবস্থাপনায় ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)”র চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত ৭ জানুয়ারী বৃহস্পতিবার বাদে এশা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গুরু মিয়া মুন্সী বাড়িতে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কাজী দেউড়ি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী। সংগঠনের সাধারণ সম্পাদক মনছুর উদ্দীনের সভাপতিত্বে মাওলানা সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার ক জোনের সমন্বয়কারী জাকের হোসেন মাষ্টার, খ জোনের সমন্বয়কারী জয়নাল আবেদীন, রাঙামাটি ও রাঙ্গুনিয়ার সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, ওয়ান ব্যাংক রাউজান শাখার ম্যানেজার মোহাম্মদ মোকতার হোসেন, এডভোকেট সালাউদ্দিন, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,আনিস উল খান বাবর, সাদিকুজ্জামান শফি, সংগঠক সাইদুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন তৌহিদুল আলম, শাহ্ আলম, মাওলানা নেজাম, গাজী আলমগীর, মোহাম্মদ সানি, মোহাম্মদ তারেক, মোহাম্মদ এরশাদ প্রমুখ। মিলাদ ক্বিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।


রাউজানে শীর্তাত মানুষের মধ্যে ১০ হাজার কম্বল বিতরন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় প্রদত্ত রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য দশ হাজার পিচ কম্বল বিতরন করা হয় । রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় মেম্বারদের মাধ্যমে শীর্তাত মানুষের মধ্যে ১০ হাজার পিচ কম্বল বিতরন করা হয় । গত ৭ জানুয়ারী বৃহস্পতিবার সকালে রাউজানের ডাবুয়া ইউনিয়নে ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করেন । কম্বল বিতরন কালে আরো উপস্থিত ছিলেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের সচিব শওকত হোসেন চৌধুরী, মেম্বার জাহাঙ্গীর আলম, আবুল কালাম, জসিম উদ্দিন, শীতল শীল, মিটু শীল, নাজিম উদ্দিন, আজাদ হোসেন, যুবলীগ নেতা মোরশেদ চৌধুরী, সালাউদ্দিন, মহিলা মেম্বার রিংকু মুৎসদি প্রমুখ ।