বিশ্বতান সংগীত নিকেতনের নববর্ষ অনুষ্ঠান সম্পন্ন

২ জানুয়ারি শনিবার আলকরণ নিউ ড্রীমল্যান্ড কমিউনিটি সেন্টারে বিশ্বতান সংগীত নিকেতনের বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন। এতে উদ্বোধক ছিলেন ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের মনোন্বিত আওয়ামীলীগ কাউন্সিলর প্রার্থী মো. সালাদ্দীন। “ঈড়হহবপঃরহম রিঃয ইরংযড়িঃধহ ঋধসরষু ্ কথা ৭১ টিভি” শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা দানের সময় কথা ৭১ টিভির চেয়ারম্যান সজল কুমার নাথ। তিনি বলেন বিভিন্ন বিষয় এর ভিন্ন ভিন্ন চ্যানেল থাকলেও কেবল সংস্কৃতি ও সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে চ্যানেল বড্ড অভাব রয়েছে আজকে। তাই শুদ্ধ সংস্কৃতিকে ধারণ, লালন ও প্রচারের নিমিত্তে কথা ৭১ টিভির এই পথচলা। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রচার সম্পাদক নিজাম উদ্দীন চৌধুরী, এম.ডি-কথা. ৭১ টিভি ও শিক্ষক পান্না নাথ, গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক ঐশী দাশ।
বিশ্বতান সংগীত নিকেতনের সাফল্য কামনা কওে বক্তারা বলেন, “চট্টগ্রামের অনেক গুণি ও মেধাবী শিল্পীর এক মিলন মেলা এই বিশ্বতান। সংগঠনের সভাপতি নরেন সাহার সমাপনী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে উক্ত জমকালো অনুষ্টানের পরি সমাপ্তি ঘটে।