কক্সবাজার জেলা পরিষদের ডাক বাংলো থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা পরিষদের ডাক বাংলো থেকে আয়ুব আলী (৩৭) নামে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ডাক বাংলোর ১৯ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আয়ুব চকরিয়া উপজেলার হরিয়াঘোনা এলাকার সৈয়দ হোসেনের ছেলে এবং জেলা পরিষদের চতুর্থ শ্রেণির কর্মচারী।

ডাক বাংলোর কেয়ারটেকার জাফর আলম বলেন, দুপুর সোয়া ১টার দিকে আমার থেকে চাবি নিয়ে রুমে যান আয়ুব। কিছুক্ষণ পর আমি উপরে গেলে ওই কক্ষের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, মরদেহটি গলার মাফলার দিয়ে ঝোলানো ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।