রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে ভিডিও দেখাবে সিসেম স্ট্রিট

রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে শিক্ষামূলক ভিডিও কনটেন্ট দেখাবে সিসেম স্ট্রিট।

ভিডিও কনটেন্টে মাপেট চরিত্রে থাকবে আজিজ ও নুর নামের দুই জমজ শিশু। তারা দেখতে হবে রোহিঙ্গা শিশুদের মতো এবং কথাও বলবে তাদের ভাষায়।

চরিত্র দুটির মাধ্যমে গণিত, বিজ্ঞান, সামাজিক নানা বিষয় সম্পর্কে শিক্ষা দেওয়া হবে। মানসিক স্বাস্থ্য নিয়েও ভিডিওগুলোতে আলোচনা করা হবে। রোহিঙ্গা ভাষায় সিসেম স্ট্রিট ভিডিও তৈরিতে কাজ করছে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনসহ অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা।

এর আগে সিরিয়ান রিফিউজি শিশুদের জন্য সিসেম স্ট্রিটের সিরিয়ান সংস্করণ আহলান সিমসিম তৈরি করা হয়। মানসিক স্বাস্থ্য, এইচআইভি ও অটিজম নিয়েও শিক্ষামূলক ভিডিও কনটেন্ট নির্মিত হয়।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচারের হাত থেকে বাঁচতে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসে। এটাই এখন বিশ্বের সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্প। কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু।