ঝড়ে ম্যাচ জিতে নিলো রেড ডেভিলরা

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের ঝড়ে ম্যাচ জিতে নিলো রেড ডেভিলরা। শনিবার রাতে রেড ডেভিলরা ৩-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে।

এই ম্যাচ দিয়েই দর্শক ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লীগে। ৯ মাস পর ভাগ্যবান দুই হাজার দর্শক ইংল্যান্ডে লীগ ম্যাচ দেখার সুযোগ পায়। ওয়েস্টহ্যামের ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে আগের দুই লীগ ম্যাচে হেরেছিল ম্যানইউ। তমাস সুসেকের গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া সফরকারীদের চোখ রাঙাচ্ছিল আরেকটি হার। বিরতির পর ভ্যান ডি বিকের জায়গা মাঠে নামেন ইউনাইটেডের ভরসা হয়ে ওঠা ব্রুনো ফার্নান্দেজ।
এডিনসন কাভানির বদলি হিসেবে সুযোগ পান মার্কাস রাশফোর্ড। ৬৫তম মিনিটে ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে সমতা ফেরানো গোল করেন পল পগবা। ৪৫ মিনিট খেলেই আটটি গোলের সুযোগ তৈরি করেন ফার্নান্দেজ। যা চলতি লীগে কোন এক ম্যাচে সর্বোচ্চ। গত ফেব্রুয়ারিতে ইউনাইটেডের জার্সিতে অভিষেকের পর খেলা ৩৮ ম্যাচে ৩৬ গোলে অবদান পর্তুগিজ মিডফিল্ডারের। ২২ গোলের সঙ্গে ১৪ অ্যাসিস্ট ২৬ বছর বয়সী তারকার। ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাসন গ্রিনউড। গত বছরের এপ্রিলে অভিষেক হওয়া ১৯ বছর বয়সী এই ইংলিশ ফরোয়র্ডের এটি ২০তম গোল। এই সময়ের মধ্যে ইংল্যান্ডে খেলা টিনএজ ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল গ্রিনউডের।
৭৮ মিনিটে দলের তৃতীয় গোল করেন রাশফোর্ড। এ জয়ে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানইউ। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহ্যাম। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে তিনে লিভারপুল।