ক্রীড়া মানুষের মনকে বিকশিত করে

হিউমেনিটি ইন্টার লিও ক্লাব ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা ২০২০ চট্টপ্রাম লায়ন্স ক্লাব অব চিটাগং কসমোপলিটন ও লিও ক্লাব অব চিটাগং কসমোপলিটনের আয়োজনে চারটি টীমের অংশগ্রহণে দুইদিন ব্যাপী নগরীর পোলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রশাসক জনাব মোহাম্মদ খোরশেদ আলম সুজন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন শামসুদ্দিন ছিদ্দিকি, পিএম, জেফ, ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন অশেষ কুমার উকিল, লায়ন আশীষ ভট্টাচার্য এম, জেফ, লায়ন শেখর দত্ত, জোন চেয়ারম্যান, আলহাজ্ব হাকীম আলী লায়ন্স ক্লাব অব চিটাগং কসমোপলিটন সভাপতি, লায়ন ডাঃ মেজবাহ উদ্দিন তুহিন, চেয়ারম্যান লিও ক্লাবস, লায়ন মোঃ ইব্রাহিম, লিও নাঈম সরোয়ার জিতু, লায়ন মামুন, লায়ন আবু তাহের, লিও সানি, লিও সিহাব, লিও অর্চি দেসহ প্রমূহ, এসময় প্রধান তাঁর বক্তব্য বলেন, আসলে খেলাধুলা মানুষের মনকে বিকেশিত করে, আমাদের শহরের সন্তানরা দূর্ভাগ্য কেননা এ শহরে প্রয়োজনীয় খেলার মাঠ নেই। দোকান আর বাণিজ্য সাংস্কৃতিক গোটা দেশকে গ্রাস করেছে আমাদের এ শহরকে ও গ্রাস করেছে, আমাদের ছেলে মেয়েরা কোথায় বসবে কোথায় খেলবে আমি আশাকরি আপনারা যারা আজকের খেলায় অংশগ্রহণ করেছেন আপনারাই আজকের তরুণ প্রজম্ম আগামীর দিনের বাংলাদেশ, খেলায় অংশ গ্র্রহণকারী দল সমূহ ১ লিও ক্লাব অব চিটাগং কসমোপলিটন, ২ লিও ক্লাব অব চিটাগং কসমোপলিটন সেন্ট্রাল, ৩ লিও ক্লাব অব চিটাগং কসমোপলিটন অগ্রনী, ৪ লিও ক্লাব অব চিটাগং কসমোপলিটন বন্দন।