‘প্রাক্তন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের গৌরব ও অহংকার’

২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৫ তম ব্যাচের পুনর্মিলণী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২ টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

মাননীয় উপাচার্য তাঁর ভাষণে ৩৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যদের চবি ক্যাম্পাসে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, পুনর্মিলণী অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা যেমন পুরানো সতীর্ত এবং তাঁদের পরিবারের সদস্যদের সাথে মিলিত হওয়ার দুর্লভ সুযোগ ঘটে তেমনি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসও তাঁদের সরব পদচারণায় আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। মাননীয় উপাচার্য বলেন আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা এ বিশ^বিদ্যালয়ের গৌরব ও অহংকার। তাঁরা স্ব স্ব কর্মক্ষেত্রে তাঁদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়ে এ বিশ^বিদ্যালয়কে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছেন। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, বিশ^বিদ্যালয়ের একাডেমিক-প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নসহ সকল কর্মকান্ডের অংশীদার আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা। এ বিশ^বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁরা অতীতেও ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও আরও বেশি ভূমিকা রাখবেন মাননীয় উপাচার্য এ প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত ব্যাচের শিক্ষার্থী ড. মোহাম্মদ শেখ সাদী, জনাব মো. এনামুল হক, জনাব আফতাব হোসেন, জনাব মোহাম্মদ শহিদুল আলম (শাহীন), ড. মুহাম্মদ মঈন উদ্দিন, জনাব মুহাম্মদ রিদোয়ান মোস্তফা, জনাব অনুপম কুমার দাশ,জনাব ফয়েজ মো. তাইমুর, জনাব মো: কামরুল হোসেন, জনাব মো: শহীদুল হক, ড. এ এম মাসুদুল আজাদ চৌধুরী, জনাব রাসেল পাল ও জনাব মো: সোহরাব হোসাইন। দিনব্যাপি অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ, র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উক্ত ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পূর্বাহ্নে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।