প্রথমবারের মতো আইপিএল ফাইনালে দিল্লি

দিল্লি ডেয়ারডেভিলস নাম দিয়ে আইপিএল শুরু। এরপর নাম বদলে দিল্লি ক্যাপিটালস হলেও ভাগ্য পাল্টায়নি এতদিন। অবশেষে ফুরালো এক যুগের অপেক্ষা। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দিল্লি। আগামীকাল মঙ্গলবারের ফাইনালে শ্রেয়াস আইয়ারের দলের প্রতিপক্ষ রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।

ওপেনার শিখর ধাওয়ান প্রয়োজনের দিনে দলকে সেরাটা দিলেন। করলেন ৭৮ রান। সঙ্গে মার্কাস স্টয়নিসের ঝোড়ো ৩৮ ও শিমরন হেটমায়ারের ৪২ রানে ভর করে দিল্লি প্রথমে ব্যাটিং করে তুলল ১৮৯ রান। এদিন একের পর এক ক্যাচ ফেলে ম্যাচ কঠিন করে ফেলেন হায়দরাবাদের ক্রিকেটাররা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় হায়দরাবাদ। দলের এক নম্বর তারকা ডেভিড ওয়ার্নার কাগিসো রাবাদার বলে বোল্ড হন। মাত্র ২ রানে ওয়ার্নার আউট হতেই চাপ বাড়তে থাকে হায়দরাবাদের উপর। এর পর ফর্মে থাকা মনীশ পাণ্ডে ফেরেন ২১ রানে। ম্যাচ জয়ের আশা ক্রমশ ক্ষীণ হতে শুরু করে হায়দরাবাদের জন্য।