পুলিশ ও সাংবাদিকের পেশাগত লক্ষ্য এক ও অভিন্ন

গতকাল ৬ নভেম্বর ২০২০ শুক্রবার রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে – বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার পঞ্চম দিনের ৫ টা ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ কার্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহসিন। টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক দীপংকর দাশ, নির্বাহী সদস্য সাইমুন আল মুরাদ,সাবেক সভাপতি শফিক আহমেদ সাজীব, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন গোস্বামী। এসময় উপস্থিত ছিলেন, টিসিজেএ সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মল্লিক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ, অমিত দাস। স্থায়ী সদস্য নাছিরুল আলম, রবিউল হোসেন টিপু, আহাদুল ইসলাম বাবু, রনি গোমেজ, সৈয়দ আসাদুজ্জামান লিমন, সেলিম উল্ল্যাহ, সাখাওয়াত টিপু,পারভেজুর রহমাব, নুর জামান আতিক, নাজিম উদ্দিন, হারুনুর রশিদ,মোঃ মুনছুর। প্রধান অতিথি বলেন, পুলিশ ও সাংবাদিকের পেশাগত লক্ষ্য এক ও অভিন্ন। সাংবাদিক পুলিশ পরস্পর ছায়াসঙ্গী। উভয়েই জনগণের স্বার্থে দেশের জন্য কাজ করে থাকে। জনমত গঠনে গণমাধ্যমের গুরুত্বপুর্ণ ভূমিকা রয়েছে। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে পুলিশ সাংবাদিকরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছে। মানুষের বিপদের সময় পুলিশকে পাশে পায় মানুষ। পুলিশকে সহযোগীতা করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। শত ব্যস্হতার মাঝেও মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করায় ধন্যবাদ জানান প্রধান অতিথি মো: মহসিন। খেলায় বিজয়ীদের হাতে ইয়েস কার্ড তুলে দেন প্রথান অতিথি। মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগীতায় ক্যারম,দাবা ,লুডু সহ ৫টি ইভেন্টে টিসিজেএ ৪৪ জন সদস্য অংশ গ্রহন করেন।