গণঅবস্থান কর্মসূচি পালন করেছে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ, নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসীদের শাস্তির দাবিতে চট্টগ্রামে দুই ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নগরের নিউমার্কেট মোড় এলাকায় এ কর্মসূচি শুরু করেন তারা।

কর্মসূচিতে যোগ দিয়ে ইতোমধ্যে নিউ মার্কেট মোড়ে নির্মাণ করা অস্থায়ী মঞ্চে অবস্থান নিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্তসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি চলছিল।

এরআগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত।