সবচেয়ে দায়িত্বশীল মানুষ হচ্ছেন ডাক্তার এবং সাংবাদিক

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার আ.ম.ম মিনহাজুর রহমান বলেছেন, দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপদের মুহুর্তে সবচেয়ে দায়িত্বশীল মানুষ হচ্ছেন ডাক্তার এবং সাংবাদিক ।

নিজেদের স্বাস্থ্য, পরিবার ভুলে ডাক্তার হাসপাতালগুলোতে দিনরাত কাজ করে গেছে এবং সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরে মানুষকে সচেতন করেছে। তাই পুরো দেশ মিলে ডাক্তার, সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। একে অপরের প্রতি সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে। ডাক্তার সাংবাদিক সুসম্পর্ক গড়ে তোলা খুবই জরুরী বলে মন্তব্য করেন ডাক্তার মিনহাজ। ৪ নভেম্বর ২০২০ সোমবার রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার চতুর্থ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক দীপংকর দাশ, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজীব, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, টিসিজেএ সহ-সভাপতি মোঃ আলী আকবর, সহ সাধারণ সম্পাদক এমরাউল কায়েস মিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য সাইমুন আল মুরাদ, নুর হাসিব ইফরাজ, অমিত দাশ, নাছিরুল আলম, সুমন গোস্বামী, রবিউল হোসেন টিপু, হাসান উল্ল্যাহ, আসাদুজ্জান লিমন, মোঃ পারভেজ রাহমান, নাজিম উদ্দিন।