গঙ্গা কাকা হলেন বোকা

এস এম দিদার

এই দুষ্ট ছেলের দল গুলটি ছোড়া কামটা হাতে, কোথায় যাচ্ছিস বল। কাঠ ফাঁটা এ রোদে শীতল হাওয়ায় ঘরে থাকলে, থাকবি নিরাপদে। আয় তোরা আয় ঘরে অসময়ে যাইসনারে, পাগলা নদীর ধারে। আরেও গঙ্গা কাকা এ বয়সে ঘরে কি? থাকা যায় একা। চামড়া ফাঁটা রোদে ভর দুপুরে বেতাল হাওয়ায়, ঘুরছি দল বেধে। বিনা স্বাদে কি ঘুরি গুলটি কামটা ছুড়ে মেরে, কত কিছুই করি। দল বেধে সব বসে লালটুকটুক আমটি পেড়ে, পেট ভরাই তার রসে। এই দুষ্ট ছেলের দল সুবোধ হয়ে কথা শুনে, ঘরে এবার চল। আরে কাকা চিন্তা করে দেখ মোদের বয়সে ঘরে তুমি, ঘরে ছিলে নাকো। এ কথাটি শুনে কাকা নির্বাক হয়ে, একে বারে বোকা। কানে ধরলাম বাবু! গায়ে পড়ে আর কখনো, জ্ঞান দেব না কভু। ওরে বাবু তোদের কথা ঠিক কিশোর বেলায় চলাফেরা, এটাই স্বাভাবিক। সন্ধ্যা হলে চুপটি মেরে ঘরে ফিরি একা কাদা মাখা অঙ্গ দেখে, মা দেন যে বকা।। পাঠক বন্ধুদের সমালোচনার প্রত্যাশায়। কবিতাটি শিশু কিশোরদের জন্য উৎসর্গ।