হালদা নদী থেকে ৯ কেজি ওজনের মৃত মা মাছ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি:: দক্ষিন এশিয়ার একমাত্র মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে একটি নয় কেজি ওজনের মৃত কাতলা মা মাছ উদ্ধার করা হয়েছে।
বুধবার(২১ অক্টোবর)হালদা নদী থেকে মরা প্রায় পঁচা মা মাছটি উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, সকাল ৬ টার দিকে মনু মেম্বারের টেক কেড়াণতলীর বাক রাউজান এলাকার অংশে স্থানীয়রা মৃত মা মাছ ভাসতে দেখে। পরে আইডিএফ হালদা প্রকল্পের সহায়তায় মাছটি উদ্ধার করে নয়ারহাট গরদুয়াড়া আইডিএফ হালদা প্রকল্পের অফিস সংলগ্ন হালদার পাড়ে নিয়ে আসা হয়। উদ্ধার করা মরা কাতলা মাছটির ওজন ০৯ (নয় কেজি), দৈর্ঘ ৩৪ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি। ধারনা করা হচ্ছে দুই একদিন আগে ইঞ্জিনচালিত নৌকার পাখার আঘাতে মাছটি মারা গিয়ে থাকতে পারে। মাছটির পেটে আঘাতের চিহ্নও রয়েছে। মাছটি পচে গন্ধ হয়ে যাওয়ায় নদীর পাড়েই মাটি চাপা দেয়া হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা রনি ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, মৃত মাছটির আলোকচিত্র তুলে তা সংরক্ষণ করে রাখা হয়েছে।