দক্ষিণ জেলা বিএনপির দোয়া মাহফিল

গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রোগমুক্তি কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বাদে আসর শাহ আমানত শাহ ( রঃ) দরগাহ মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে রুহুল কবির রিজভীর সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহবায়ক আলী আব্বাস, আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক শেখ মহিউদ্দীন, এড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন,  এনামুল হক এনাম, মন্জুর উদ্দীন চৌধুরী, নুরুল ইসলাম সওদাগর, এড, নুরুল ইসলাম, এড, ফৌজুল আমিন, জিয়াউদ্দীন চৌধুরী আশফাক, মোঃ জাহেদ, লায়ন হেলাল উদ্দীন, জামাল হোসেন, খোরশেদ আলম, নবাব মিয়া, হুমায়ুন কবির আনসার, ভিপি মোজাম্মেল হক, মোক্তার আহম্মদ, মঈনুল আলম ছোটন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন চৌধুরী রানা, বিএনপি নেতা এড, এরশাদুর রহমান রিটু, চেয়ারম্যান আবুল কালাম আবু, এড আবু তাহের, মোঃ হাসান চেয়ারম্যান, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ মহসিন, যুবদলের সহ সভাপতি মোঃ পেয়ারু, তৌহিদুল আলম প্রমূখ।