বার্সেলোনার প্রস্তাবে না বলে দিলেন মেসি

সাম্প্রতিক সময়ে ভীষণ চাপে রয়েছেন বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। ক্লাবের কর্তারা তাকে বাদ দেয়ার পরিকল্পনা থেকেই অনাস্থা প্রস্তাব পাসের দিকে যাচ্ছেন। এবার বিদ্রোহ করেছেন ক্লাবের ফুটবলাররাও।

মহামারী করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে বার্সার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ মিলিয়ন ইউরো। এ ক্ষতি পুষিয়ে নিতেই দলের সিনিয়র খেলোয়াড়দের কাছে বেতন কমানোর প্রস্তাব করেছিলেন বার্তোমেউ।

কিন্তু মেসিসহ দলের সবাই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বার্তোমেউর অফিসে বুরোফ্যাক্স পাঠিয়ে দিয়েছেন।

খেলোয়াড় ও ক্লাবের কর্মী-কর্মকর্তাদের কাছে বেতনের ৩০ শতাংশ কম নেয়ার প্রস্তাব করেছিলেন বার্তোমেউ। আগামী ৫ নভেম্বরের মধ্যে বেতন কমানোর ব্যাপারটি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল বার্সার বোর্ড কিন্তু খেলোয়াড়রা তাতে রাজি হননি।

বার্সেলোনা বোর্ড এখন প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে বেতন কমানো নিয়ে আলাদা আলাদাভাবে বসার চিন্তাভাবনা করছে। যদি তাতেও কাজ না হয় তাহলে জোর করেই বেতন কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে।