রাউজানে ২৩২টি মন্ডপে শারদীয় দুগোৎসব

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ২শত ৩২টি পুজা মন্ডপে সনাতন ধর্মীয় অনুসারীদের প্রধান ধর্মীয় শারদীয় দুগোৎসব শুরু হবে আগামী ২২ অক্টোবর।

সনাতন ধর্মীয় অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাউজানের প্রতিটি এলাকার পুজা মন্ডপে ও রাউজান ফকির হাট বাজারের পুর্ব পাশে, রাউজান ফকির হাট কালী বাড়ী মন্দির, রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের সরতের দোকান, রাউজান উনসত্তর পাড়া, রাউজানের নেঅযাপাড়া পথের হাট এলাকায় মৃৎ শিল্পিরা শারদীয় দুগোৎসব উপলক্ষে প্রতিমা তৈয়ারীর কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছেন । রাউজানে সনাতন ধর্মীয় অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুগোৎসব উপলক্ষে রাউজানের শপিং মল ,মাকেটে সনাতন ধর্মীয় অনুসারী নারী, পুরুষ, কিশোর, কিশোরী, ছোট ছোট ছেলে মেয়েরা পরণের পোষাক, প্রসাধনী সামগ্রী কেনা কাটায় মেতে উঠেছেন । এ বৎসর করোনা প্রাদুর্ভাবের কারনে শারদীয় দুগোৎসব চলাকালে সরকারের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ও উৎসুক জনতার ভীড় কমিয়ে দুগোৎসব পালন করবে বলে জানান রাউজান উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের সভাপতি চিকদাইর ইউনিয়নের চেয়্রাম্যান প্রিয়তোষ চৌধুরী । রাউজান উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুমন দে বলেন, রাউজানে ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ২শত ৩২ টি পুজাঁ মন্ডপে শারদীয় দুগোৎসব পালিত হবে । পুজাঁ চলাকালে স্বাস্থবিধি মেনে পুজার আনুষ্টানিকতা করা হবে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, সনাতন ধর্মীয় অনুসারীদের শারদীয় দুগোৎসবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশ , আনসার, সদস্য নিযোজিত থাকবে । আগামী ১৯ অক্টোবর সোমবার সকালে রাউজান উপজেলা পরিষদ হলে পুজাঁ উদযাপন পরিষদের নেতৃবৃ›দ্ব উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাউজান থানার ওসি কে নিয়ে সভার আয়োজন করা হয়েছে । রাউজান ফকির হাট বাজারের পুর্ব পাশে প্রতিমা তৈয়ারীর কারিগর মৃৎ শিল্পি নান্টু পাল বলেন, ২৬টি পুজা মন্ডপের জন্য ২৬টি প্রতিমা তৈয়ারীর কাজ নিয়ে তার লোকজন নিয়ে প্রতিমা তৈয়ারীর কাজ করছেন । প্রতিটি প্রতিমা ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা দিয়ে প্রতিমা তৈয়ারী করছেন ।