ভূমিকম্প অনুভূত

জ্যেষ্ঠ প্রতিবেদক::

চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের পর তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়। ১৫ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জাকির হোসেন জানান, চট্টগ্রাম ও ঢাকা সহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ভারতের মনিপুর রাজ্যের মইরাংয়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

মণিপুরের বিষ্ণুপুর থেকে ৩০ কিমি পশ্চিম-উত্তরপশ্চিমে ভূপৃষ্ট থেকে ২৮ কিমি গভীরে ছিল কম্পনের উৎসস্থল। কম্পন অনুভূত হয়েছে নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং বাংলাদেশের বেশকিছু অংশে।

এর আগে, ২৫ মে সর্বশেষ বাংলাদেশে ভূমিকম্প অনূভুত হয়। ওইদিন মাত্রা ছিল ৫ দশমিক ১। উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর।

এদিকে ভারতে গত কয়েকদিন ধরেই মৃদু ভূমিকম্প হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা যায়, গত বৃহস্পতি, শুক্র এবং আজ শনিবার দেশটি ভূমিকম্পে কেঁপে ওঠে। এদিন ভারতের স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে মৃদু কম্পন অনুভূত হয় মিজোরামে। একই দিনে মহারাষ্ট্রেও কম্পন অনুভূত হয়েছে।