স্কুইডের মতো নরম পরিবেশ-বান্ধব রোবট

সমুদ্রতল জীব বৈচিত্র্য নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকরা।

তবে তাদের এই গবেষণার কাজে ব্যবহৃত রোবট ও অন্যান্য যন্ত্রপাতি অনেক সময় প্রবালের ক্ষতি করে থাকে। প্রাণীদের স্বাভাবিক গতিবিধিও স্থবির করে দেয়। এ সমস্যা এড়াতে স্কুইডের মতো নরম একটি রোবট তৈরি করেছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী। তাদের তৈরি রোবটটি পরিবেশ-বান্ধব।

এ বিষয়ে গবেষক দলের সদস্য ও মেকানিকাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মাইকেল টি টলি বলেন, একটি স্কুইড দ্রুত গতিতে চলার জন্য যা যা ব্যবহার করে সেগুলো মাথায় রেখেই রোবটটি তৈরি করা হয়েছে।

এতে আছে দুটি গোলাকার প্লেট। একটির সঙ্গে নজল লাগানো আছে। এর মাধ্যমে পানি ভিতরে নিয়ে আবার তা বাইরে ছাড়ে রোবটটি। অন্য প্লেটটিতে আছে নানা ধরণে সেন্সর ও ক্যামেরা। রোবটটিতে থাকা ক্যামেরা দিয়ে গভীর সমুদ্রের ছবি দেখতে পারবন গবেষকরা।

রোবটটি তৈরি করা হয়েছে অ্যাক্রেলিক পলিমার, থ্রিডি প্রিন্টিং ও লেজার-কাট যন্ত্রাংশের সহায়তায়। এর বডি নরম করে বানানোর ফলে গতির ক্ষেত্রে ছাড় দিতে হয়েছে নির্মাতাদের। প্রতি ঘণ্টায় শুধু আধা মাইল যেতে পারে রোবটটি।