কাপ্তাইয়ে ‘ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলাধীন ৫ টি ইউনিয়নের ১শ’ ২০ টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ’ ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫৯ মাস বয়সী ৭ হাজার ৭ শত ৭৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এছাড়া, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে রাঙামাটি সদর উপজেলার জীবতলি আর্মি ক্যাম্প এবং শহীদ মোয়াজ্জেম ঘাঁটিতে আগামী সোমবার (৫ অক্টোবর) এই কর্মসূচী গ্রহন করা হয়েছে। এদিকে, রোববার (৪ অক্টোবর) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এসময় স্বাস্থ্য বিভাগের এমওডিসি ডাঃ মিনহাজুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ইসমাইল, উপজেলা স্যানেটারি পরিদর্শক মোঃ ইলিয়াছ, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।